কৃষি বিল প্রত‍্যাহারের দাবীতে যৌথ আন্দোলনে বাম কংগ্ৰেস

5th December 2020 11:59 am বাঁকুড়া
কৃষি বিল প্রত‍্যাহারের দাবীতে যৌথ আন্দোলনে বাম কংগ্ৰেস


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম ফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেসের যৌথ উদ্যোগে ।

দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভের আচ এসে পৌঁছেছে এরাজ্যেও । শনিবার বাঁকুড়া জেলার কেরানীবাঁধ মোরে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর রাস্তা অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভে সামিল হলেন বামফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেস কর্মীরা । বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে বিক্ষোভরত কর্মীরা কাঁধে লাঙল নিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে থাকেন । কয়েকশো কর্মী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন । রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় এক ঘন্টা পর অবরোধ উঠলে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় ।

বিক্ষোভরত এক শ্রমিক নেতা বলেন , দিল্লিতে তিনটি কৃষি আইনেরর ও বিদ্যুৎ আইনের প্রতিবাদে কৃষকরা যে আন্দোলন করছে তাদের ওপর পুলিশ নির্যাতন করেছে লাঠিচার্জ করেছে তাদের দাবিগুলো মানতে রাজি নয় । তবে  যতক্ষণ না তিনটি কৃষি আইন বাতিল করা হবে বিদ্যুৎ আইন বাতিল করা হবে ততদিন এই আন্দোলন চলবে বলে তিনি জানান ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।